ফের স্মার্ট সিটির স্বপ্ন বেচলেন সোনোয়াল

ফের শিলচরবাসীকে স্মার্ট সিটি-র স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গত বছর শিলচর বিধানসভা আসনের উপ-নির্বাচনের প্রচারে এসে তিনিই প্রথম স্মার্ট সিটির কথা পাড়েন। নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে কায়দা করে শুনিয়ে দিয়েছিলেন, ‘‘একশো স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ০২:৩৬
Share:

ফের শিলচরবাসীকে স্মার্ট সিটি-র স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

Advertisement

গত বছর শিলচর বিধানসভা আসনের উপ-নির্বাচনের প্রচারে এসে তিনিই প্রথম স্মার্ট সিটির কথা পাড়েন। নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে কায়দা করে শুনিয়ে দিয়েছিলেন, ‘‘একশো স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওই শহরগুলিকে আধুনিকতর করে তোলা হবে। তালিকায় শিলচরের স্থান পাওয়া পাকা।’’ দলীয় প্রার্থী দিলীপকুমার পাল উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জেতেন। পরে আর আর আসেননি সোনোয়াল। এর মধ্যে নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু ১০০ শহরের তালিকা প্রকাশ করেন। অসমের পাঁচ জায়গার নাম রয়েছে সেখানে। গুয়াহাটি, টংলা, উদালগুড়ি, তিনসুকিয়া ও গোয়ালপাড়া। সব কটি সোনোয়ালের ব্রহ্মপুত্র উপত্যকায়। স্থান পায়নি বরাকের প্রধান শহর শিলচর। এতে কিছু দিন ধরেই ক্ষোভে ফুঁসছেন বরাকের মানুষ। কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব একে বিজেপির ‘স্মার্ট-ধাপ্পা’ বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা গৌতম রায় বলেন, ‘‘আমরা কোথায় আর স্মার্ট হলাম!’’ স্থানীয় বিজেপি নেতাদের কাছে এর কোনও উত্তর ছিল না।

আজ সরকারি কর্মসূচিতে সোনোয়াল শিলচর এলে বিজেপি তাঁকে সংবর্ধনা জানায়। দলীয় নেতৃবৃন্দ স্মার্ট সিটি নিয়ে মানুষের অভিযোগের কথা তাঁর কানে তোলেন। সোনোয়াল পরে বলেন, ১০০ স্মার্ট সিটির যে তালিকা প্রকাশিত হয়েছে তা চূড়ান্ত নয়। রাজ্য সরকারগুলির সঙ্গে কথা চলছে। পরে হবে চূড়ান্ত তালিকা। তিনি দাবি করেন, ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তিনি দেখা করেছেন। শিলচরে তাঁর প্রতিশ্রুতির কথা নাইডুকে বলেছেন। নাইডু কথা দিয়েছেন, চূড়ান্ত ১০০-তে শিলচর থাকবে।

Advertisement

এই বক্তব্য নিয়ে অবশ্য বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে শিলচরে। নানা মুখে নানা কথা। বিধায়ক দিলীপকুমার পাল জানান, তিনিও গত সপ্তাহে দিল্লি গিয়ে নাইডুর সঙ্গে দেখা করেছেন। শিলচরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার আর্জি জানিয়েছেন তিনিও। নাইডুও তাঁকে একই কথা দিয়েছেন। তাঁরা আশাবাদী, শিলচর শীঘ্রই স্মার্ট হওয়ার যাত্রা শুরু করবে।

আজ সংবর্ধনা অনুষ্ঠানে ডিব্রুগড়ের বিজেপি সাংসদ রামেশ্বর তেলি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থও উপস্থিত ছিলেন। কাছাড় বিজেপির সভাপতি কৌশিক রাই, করিমগঞ্জের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, হাইলাকান্দির সভাপতি ক্ষিতীশচন্দ্র পাল দলীয় কর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement