বন্দি করে তল্লাশি, দাবি আইএএসের

বন্দুক ধরে, গৃহবন্দি করে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। তামিলনাড়ুর পদচ্যুত মুখ্যসচিব পি রামমোহন রাও আজ এই অভিযোগ এনেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০২:৫৯
Share:

রামমোহন রাও

বন্দুক ধরে, গৃহবন্দি করে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। তামিলনাড়ুর পদচ্যুত মুখ্যসচিব পি রামমোহন রাও আজ এই অভিযোগ এনেছেন।

Advertisement

রাওয়ের দাবি, আয়কর তল্লাশির সময় সিআরপিএফ-এর হাতে কার্যত বন্দি ছিলেন তিনি। বন্দুক দেখিয়ে তল্লাশি হয়েছে। তল্লাশির পরোয়ানায় তাঁর নাম পর্যন্ত ছিল না। আজ চেন্নাইয়ের অন্না নগরে সাংবাদিক সম্মেলনে রাও মুখ্যমন্ত্রী পনীরসেলভমকে নিশানা করেন। বলেন, ‘‘ম্যাডাম জয়ললিতা বেঁচে থাকলে মুখ্যসচিবের দফতরে তল্লাশির ঘটনা ঘটতে পারতো না।’’ তাঁর মন্তব্য, ‘‘যে কোনও রাজ্যের মুখ্যসচিবের দফতরেই অনেক গোপন নথি থাকে। সেখানে কী ভাবে তল্লাশি চালালো কেন্দ্রীয় সংস্থা?’’ এই পদক্ষেপ করার আগে আয়কর দফতর রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অনুমতি নিয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাওয়ের বাসভবন ও দফতরে আয়কর তল্লাশির পরে তামিলনাড়ুতে নতুন মুখ্যসচিব নিয়োগ হয়েছে। তবে রাও এ দিন নিজেকে তামিলনাড়ুর মুখ্যসচিব হিসেবে দাবি করেন। তাঁর দাবি, ‘‘পদ থেকে সরানোর চিঠি পাইনি। তাই আমাকে মুখ্যসচিব নিয়োগ করে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাই বহাল রয়েছে।’’

Advertisement

তাঁর বাসভবন ও দফতরে তল্লাশি চালিয়ে বিশেষ কিছু পাওয়া যায়নি বলেই এ দিন দাবি করেছেন রামমোহন রাও। তিনি জানান, আয়কর দফতরের অফিসাররা গত সপ্তাহে তাঁর কয়েকটি ঠিকানা থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা পেয়েছেন। তল্লাশির সময়ে সব মিলিয়ে ৪০-৫০টা সোনার গয়না পাওয়া গিয়েছে। রাওয়ের দাবি, এগুলি তাঁর পরিবারের সদস্যরা ব্যবহার করেন। ২০-২৫ কেজি রুপো পাওয়া গিয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিবের বাড়িতে। রাওয়ের দাবি, এ সবের মধ্যে ভগবানের মূর্তিও রয়েছে।

তাঁর দফতরে আয়কর হানা নিয়ে প্রশ্ন তোলার জন্য এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গাঁধীকে ধন্যবাদ জানান রাও। তবে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘পনীরসেলভমের অনুমতি নিয়ে মুখ্যসচিবেব দফতরে আয়কর তল্লাশি হয়েছিল কিনা, সেটা জানানো উচিত।’’

নোট বাতিলের পরে বালির ব্যবসায়ী শেখর রেড্ডি ও তার এক সহযোগীর বিভিন্ন ঠিকানা থেকে প্রায় ১৭০ কোটি টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর। পরে রেড্ডিকে গ্রেফতার করে সিবিআই। এই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে রাওয়ের বাসভবনে তল্লাশি হয়। রেড্ডি সম্পর্কে রাও বলেন, ‘‘৩১ বছর তামিলনাড়ুতে রয়েছি। ওঁকে চিনতাম। তবে আলাদা সম্পর্ক ছিল না।’’ দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলেও তাঁকে নিশানা করা হচ্ছে বলে দাবি করেছেন রাও। তিনি বলেন, ‘‘আমার জীবনের ঝুঁকি রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন