শিবসেনা সাংসদকে নিয়ে নরম সুর কেন্দ্রের

শিবসেনার ‘চপ্পল-ধারী’ সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির। এ নিয়ে শিবসেনার সঙ্গে তিক্ততা যাতে না বাড়ে, সে জন্য সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০৩:৩৫
Share:

শিবসেনার ‘চপ্পল-ধারী’ সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির। এ নিয়ে শিবসেনার সঙ্গে তিক্ততা যাতে না বাড়ে, সে জন্য সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। রবীন্দ্রের উপর বিমান সংস্থাগুলির নিষেধাজ্ঞা নিয়ে এ দিন সংসদও সরগরম হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এখন শিবসেনা সাংসদকে বিমানে চাপিয়ে দিল্লি আনার পথ খুঁজতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে।

Advertisement

আজ সকালে বিজেপি সাংসদের আচরণের তীব্র সমালোচনা করে সুর চড়ান স্পিকার সুমিত্রা মহাজন। বিমানমন্ত্রী অশোক গণপতি রাজুও শিবসেনার আপত্তিকে অগ্রাহ্য করে বলেন, ‘‘আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি, কোনও সাংসদ এ ভাবে অভিযুক্ত হবেন। বিমান সংস্থাগুলির কাছে যাত্রীদের নিরাপত্তাই আসল। সাংসদও একজন যাত্রী। তাই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ওই সাংসদের বিমান চড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’ পরে অবশ্য স্পিকারই সুর নরম করে বিমান পরিবহণ মন্ত্রীকে নির্দেশ দেন, শিবসেনা সাংসদের বিমানে চড়ার উপরে চাপানো নিষেধাজ্ঞা যাতে দু’দিনের মধ্যে প্রত্যাহার করা হয়, সে ব্যবস্থা করতে। শিবসেনার প্রশ্ন, এক জন সাংসদকে সংসদে আসতে আটকানো হবে কেন? সংসদে আসা যে সাংসদের স্বাধিকার তা মেনে নিয়েছেন স্পিকারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন