Yogi Adityanath on Illegal Immigrants

বাড়ি বা অন্যত্র কাউকে কাজে নেওয়ার আগে পরিচয়পত্র যাচাই করুন! অনুপ্রবেশকারী ধরতে বার্তা আদিত্যনাথের

উত্তরপ্রদেশের বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরামর্শ, বাড়িতে বা অন্যান্য ব্যবসা সংক্রান্ত কাজে কাউকে নিয়োগ করার আগে পরিচয়পত্র যাচাই করুন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের নিরাপত্তারক্ষায় সকলকেই দায়িত্ব নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬
Share:

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এ বার উত্তরপ্রদেশের বাসিন্দাদের সতর্ক করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বাসিন্দাদের উদ্দেশে তাঁর পরামর্শ, বাড়িতে বা অন্যান্য ব্যবসা সংক্রান্ত কাজে কাউকে নিয়োগ করার আগে পরিচয়পত্র যাচাই করুন। একই সঙ্গে আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশের নিরাপত্তারক্ষায় সকলকেই দায়িত্ব নিতে হবে।

Advertisement

সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন আদিত্যনাথ। সেখানে তিনি লেখেন, “আমি রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করছি। একই সঙ্গে আর্জি জানাচ্ছি যে, কাউকে বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কাজে নিযুক্ত করার আগে তাঁর পরিচয়পত্র যাচাই করবেন।” ওই পোস্টেই আদিত্যনাথের সংযোজন, “উত্তরপ্রদেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাঁরা এই রাজ্যে বসবাস করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে।” রাজ্যের নিরাপত্তাকে উন্নতির বুনিয়াদ বলেও অভিহিত করেন তিনি।

প্রসঙ্গত, দেশের যে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ চলছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশও। কেন্দ্রের যুক্তি, ভুয়ো ভোটার ধরার লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে! এই আবহে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণে জোর দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এসআইআর শুরু হওয়ার পর পরই গত নভেম্বরে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। শুধু তা-ই নয়, অনুপ্রবেশকারীদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরি করারও নির্দেশ দেন তিনি। কয়েক দিন আগেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, অবৈধ ভাবে যে সমস্ত অনুপ্রবেশকারী অন্য রাজ্য থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করছেন বা করার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement