আজ, শনিবার থেকে চালু হতে পারে চেন্নাই বিমানবন্দর। তবে, যাত্রীদের জন্য নয়। চেন্নাইয়ে যে বিমানগুলি আটকে পড়ে রয়েছে, সেগুলিকে অন্য শহরে নিয়ে যেতে এবং ত্রাণ সামগ্রী চেন্নাইয়ে পৌঁছোনর জন্য প্রধানত এই ব্যবস্থা করা হয়েছে। যদিও শুক্রবার দুপুর থেকে নতুন করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইয়ে। সূত্রের খবর, শুক্রবার বিকেলের পরে রানওয়ে পরিষ্কার করা হলেও শুক্রবার সারা রাত যদি বৃষ্টি হয় তা হলে পরিস্থিতি বদলে যেতে পারে। শুক্রবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আর কে শ্রীবাস্তব বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই চেন্নাইয়ের রানওয়ে পরিষ্কার করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন-এর অনুমতি পেয়ে গিয়েছি। কিন্তু, যাত্রী বিমান নয়। আপাতত ত্রাণ সামগ্রী পৌঁছোনর জন্য ব্যবহার করা হবে রানওয়ের একটি অংশ। এ কারণে শনিবার সকালে প্রথমে একটি পরীক্ষামূলক উড়ান নামবে। সেই পাইলট যদি দেখে সব ঠিকঠাক রয়েছে, তখনই ত্রাণ নিয়ে বিমান নামবে।’’ এ ছাড়াও চেন্নাই বিমানবন্দরে এই মূহূর্তে ২০টি বিমান আটকে পড়ে রয়েছে। প্রতিটি বিমানসংস্থার এ কারণে ক্ষতি হচ্ছে। চেন্নাই বিমানবন্দরের যন্ত্রপাতি সব ঠিকঠাক রয়েছে কি না তা দেখার জন্য বিশেষ বিমানও সেখানে পাঠানো হবে।