National News

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে কড়া পদক্ষেপ চেন্নাই পুলিশের

এত দিন সাধারণত মদ্যপ অবস্থায় ধরা প়ড়লে জরিমানা করে ছেড়ে দেওয়া হত। কোনও কোনও ক্ষেত্রে লাইসেন্সও বাতিল করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৮
Share:

প্রতীকী ছবি।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে চেন্নাই পুলিশ। আর এর জন্য নিউ ইয়ার ইভ-কেই বেছে নিতে চাইছে তারা।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রতি বছর এই দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হন।

এত দিন সাধারণত মদ্যপ অবস্থায় ধরা প়ড়লে জরিমানা করে ছেড়ে দেওয়া হত। কোনও কোনও ক্ষেত্রে লাইসেন্সও বাতিল করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

Advertisement

আরও পড়ুন: ম্যাঙ্গালুরুতে নিউ ইয়ার পার্টিতে ফতোয়া

অনলাইনে অর্ডার দিলেন স্মার্টফোন, হাতে পেলেন পাথর!

পুলিশ জানিয়েছে, এ বার শুধু জরিমানা বা লাইলেন্স বাতিল করেই ছেড়ে দেওয়া হবে না। ধরা পড়লে ওই ব্যক্তির নাম ক্রাইম রেকর্ড ব্যুরো-তে নথিভুক্ত করা হবে। পাশাপাশি, তাঁরা যাতে ভিসা বা পাসপোর্ট না পায় তারও ব্যবস্থা করা হবে। কারণ ভিসা বা পাসপোর্ট পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। পুলিশ যদি নো অবজেকশন সার্টিফিকেট না দেয়, তা হলে ওই ব্যক্তির পাসপোর্ট বা ভিসা পেতে অসুবিধা হবে। আর এই রাস্তাতেই হাঁটতে চাইছে চেন্নাই পুলিশ। দুর্ঘটনা রুখতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে তারা।

নতুন বছর উদ্‌যাপন করতে গিয়ে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য শহরের বিভিন্ন প্রান্তে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন