অন্তর্বর্তী রায়

তালাকের শংসাপত্র নয় কাজির এক্তিয়ার

তিন তালাক প্রথার বিরুদ্ধে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই এক অন্তর্বর্তী রায়ে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল, তিন তালাক নিয়ে মুখ্য কাজির দেওয়া শংসাপত্রের কোনও মূল্য নেই। এই ধরনের শংসাপত্র খারিজও করেছে হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০২:৫৩
Share:

তিন তালাক প্রথার বিরুদ্ধে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই এক অন্তর্বর্তী রায়ে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল, তিন তালাক নিয়ে মুখ্য কাজির দেওয়া শংসাপত্রের কোনও মূল্য নেই। এই ধরনের শংসাপত্র খারিজও করেছে হাইকোর্ট।

Advertisement

তিন তালাকের বিরুদ্ধে মুসলিম মহিলাদের লড়াইয়ের অন্যতম মুখ তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক ও আইনজীবী বদর সইদ। সুপ্রিম কোর্টের মামলার পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টে মামলারও অন্যতম আবেদনকারী তিনি। সওয়ালে বদর জানান, কাজিরা কেবল এক তরফা তালাকের শংসাপত্র দিয়ে যান। স্ত্রী-দের সঙ্গে আলোচনাও করেন না। তালাকের ঘটনা নিয়ে তথ্য সংগ্রহেরও চেষ্টা করেন না। ১৮৮০ সালের কাজি আইন অনুযায়ী তাঁদের এমন শ‌ংসাপত্র দেওয়ার অধিকারও নেই। ওই আইনে কেবল বিবাহে কাজিদের উপস্থিত থাকার বিধান রয়েছে। অন্তর্বর্তী রায়ে বদরের যুক্তি মেনে নিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টে তিন তালাক প্রথা তুলে দেওয়ার পক্ষ‌ে সওয়াল করেছে নরেন্দ্র মোদী সরকার। আর প্রথার পক্ষে জোরদার সওয়াল করেছে মুসলিম পার্সোনেল ল’ বোর্ড। মোদী সরকার সংখ্যালঘুদের উপরে আঘাত হানতেই তিন তালাক প্রথা তুলে দিতে চাইছে বলেও অভিযোগ তুলেছে ল’বোর্ড। এ নিয়ে আইন কমিশনের প্রশ্নেরও জবাব দিতে রাজি হয়নি তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement