লুকোচুরি খেলতে গিয়ে গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে মৃত দুই শিশু

লুকোচুরি খেলতে গিয়ে গাড়ির মধ্যে আটকে পড়েছিল দুই শিশু। ধীরে ধীরে দমবন্ধ হয়ে সেই গাড়ির মধ্যেই মৃত্যু হল তাদের। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুড়গাঁওয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৪
Share:

লুকোচুরি খেলতে গিয়ে গাড়ির মধ্যে আটকে পড়েছিল দুই শিশু। ধীরে ধীরে দমবন্ধ হয়ে সেই গাড়ির মধ্যেই মৃত্যু হল তাদের। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুড়গাঁওয়ে।

Advertisement

হিমাংশি আর পিঙ্কি— দুই বোন অন্য দিনের মতোই এ দিন সকালেও ব্যস্ত ছিল খেলায়। বাড়ির মধ্যে হুটোপাটি করতে করতে এক সময়ে ৪ বছরের হিমাংশি তার ২ বছরের ছোট্ট বোন পিঙ্কির হাত ধরে পৌঁছে যায় গ্যারাজে। দেখে, সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের ঘুরতে যাওয়ার প্রিয় গাড়িটা। গাড়িটা দেখেই তাদের মনে হয়, এখানে লুকিয়ে পড়লে তাদের কেউ খুঁজে পাবে না। গাড়ির মধ্যে ঢুকেও পড়ে তারা। দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। স্বয়ংক্রিয় গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় তারা আর বেরিয়ে আসতে পারেনি। এক সময়ে দমবন্ধ হয়ে গাড়ির মধ্যেই মৃত্যু হয় তাদের।

ঘটনাটা তাদের বাবা জানতে পারেন অনেক ক্ষণ পরে। মেয়েরা বাড়ির কোথাও নেই দেখে প্রথমে তিনি খোঁজ নেন প্রতিবেশীদের কাছে। তাঁরা কেউ কিছু বলতে না পারলে তিনি থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন। গ্যারাজে গিয়ে গাড়ির দরজা খুলতেই চমকে ওঠেন তিনি। দেখেন, তাঁর আদরের মেয়েরা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে গাড়ির মধ্যেই। দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি রওনা দেন নিকটবর্তী হাসপাতালে। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে পৌঁছলে চিকৎসকরা জানান, অনেকক্ষণ আগে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর।

Advertisement

পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement