China

ভাবনা ভুটান ঘিরেও

১৯৮৪ সাল থেকে সীমান্ত নিয়ে জট ছাড়াতে ভুটান ও চিনের মধ্যে ২৪ রাউন্ড আলোচনা হয়েছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৬:২১
Share:

ফাইল চিত্র।

ভারতের সঙ্গে সীমান্তে সংঘাতের পরিস্থিতির মধ্যেই চিন, ভূখণ্ডের দখল নিয়ে আরও একটি দরজা খুলল। এ বার তাদের নিশানায় ভুটান সীমান্তের পূর্ব সেক্টর। বিষয়টি ভারতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ওই অঞ্চলের সীমান্তে রয়েছে অরুণাচল প্রদেশ। বেজিং ধারাবাহিক ভাবে যার দাবি করে যাচ্ছে।

Advertisement

চিন-ভুটান সীমান্তের পূর্ব সেক্টরের দখল চেয়ে বেজিং প্রকৃতপক্ষে অরুণাচল প্রদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলার কৌশল নিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে সাউথ ব্লক। চিনা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ভুটানের সঙ্গে পূর্ব, মধ্য এবং পশ্চিম সেক্টর নিয়ে মতান্তর রয়েছে। ভারতের নাম না করেও তাৎপর্যপূর্ণ ভাবে বলা হয়েছে, চিন এবং ভুটানের এই সীমান্ত সমস্যা নিয়ে কোনও তৃতীয় পক্ষের তর্জনি নির্দেশ বরদাস্ত করবে না বেজিং।

১৯৮৪ সাল থেকে সীমান্ত নিয়ে জট ছাড়াতে ভুটান ও চিনের মধ্যে ২৪ রাউন্ড আলোচনা হয়েছে। কিন্তু ভুটানের সংসদ এবং ওই আলোচনার অন্যান্য রেকর্ড বলছে, মধ্য এবং পশ্চিম সেক্টর নিয়ে দু’দেশের মধ্যে মতবিরোধ থাকলেও, পূর্ব সেক্টর নিয়ে কখনও কোনও বিতর্ক ছিল না। অর্থাৎ নতুন করে এটি আমদানি করেছে চিন।

Advertisement

কূটনীতিকদের মতে, এটা একেবারেই নতুন দাবি। বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না নয়াদিল্লি। কিন্তু গোটা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ থেকে চিনের নাম না করেও তাদের যে সম্প্রসারণবাদের কথা বলেছেন, তার পরই এই অরুণাচলের গা ঘেঁষা ভূখণ্ড নিয়ে বেজিংয়ের সরব হওয়ার কোনও সংযোগ রয়েছে কি না— সেটিও বিবেচনা করে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন