পার্স ছিনতাই আটকাতে গিয়ে ট্রেন থেকে পড়ে আহত হলেন সিআইএসএফ-এর এক মহিলা অফিসার। শনিবার অজমের-জবলপুর রুটের ট্রেনে। সূত্রের খবর, দরজার কাছে পার্স ছিনতাই ঠেকাতে গিয়ে পড়ে যান তিনি।
Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৭
Share:
পার্স ছিনতাই আটকাতে গিয়ে ট্রেন থেকে পড়ে আহত হলেন সিআইএসএফ-এর এক মহিলা অফিসার। শনিবার অজমের-জবলপুর রুটের ট্রেনে। সূত্রের খবর, দরজার কাছে পার্স ছিনতাই ঠেকাতে গিয়ে পড়ে যান তিনি। ছিনতাইকারী পালিয়ে গেলেও ওই অফিসার গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি।