Wedding

কুলারের হাওয়া পাবেন কারা! বিয়ের আসরে বচসায় একে অপরের দিকে চেয়ার ছুড়ল বর-কনের পরিবার

গত ২৮ মে গণেশি রায়কোয়াড়ের কন্যা স্বপ্নার সঙ্গে সোনুর বিয়ের আসর বসেছিল। বিয়ে শেষে বর-কনে বসেছিলেন সাজানো মণ্ডপে। পাশে চলছিল কুলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ২৩:৪৬
Share:

উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা। ছবি: সংগৃহীত।

কুলারের হাওয়া নিয়ে বর এবং কনের পরিবারের মধ্যে বচসা। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। এমনকি, বরযাত্রী এবং কনেপক্ষ একে অন্যের দিকে চেয়ার ছুড়েছে বলেও অভিযোগ। বিয়ে শেষে থানায় গিয়েছে কনের পরিবার। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা।

Advertisement

গত ২৮ মে গণেশি রায়কোয়াড়ের কন্যা স্বপ্নার সঙ্গে সোনুর বিয়ের আসর বসেছিল। বিয়ে শেষে বর-কনে বসেছিলেন সাজানো মণ্ডপে। পাশে চলছিল কুলার। অভিযোগ, সেই কুলারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন বরের কয়েক জন আত্মীয়। তাঁদের সরে যেতে বলেন কনের আত্মীয়েরা। তাঁরা তাতে রাজি হননি বলে অভিযোগ। উল্টে বচসাও শুরু করেন।

বরপক্ষের লোকজনের অভিযোগ, কনের বাড়ির লোকজনের সঙ্গে স্থানীয়েরাও যোগ দিয়ে তাঁদের মারধর করেন। তাঁদের দিকে চেয়ার ছোড়েন। তখন তাঁরাও পাল্টা চেয়ার ছোড়েন। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তত ক্ষণে যদিও থেমে গিয়েছে গোলযোগ। পরের দিন, ২৯ মে কনে শ্বশুরবাড়ি চলে গেলে থানায় যান তাঁর আত্মীয়েরা। বরের বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement