Arrest

ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার স্কুল মালিক, শিক্ষক

সম্প্রতি ১৮ বছরের ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তেরা তার গর্ভপাত করানোর জন্য পরিবারের উপর চাপ সৃষ্টি করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৪
Share:

প্রতীকী ছবি।

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক বেসরকারি স্কুলের মালিক ও এক শিক্ষককে। গত দু’মাস ধরে বাড়তি ক্লাস করানোর অছিলায় স্কুলে ডেকে তার উপর যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ করেছে ছাত্রীটি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারে।

Advertisement

সম্প্রতি ১৮ বছরের ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তেরা তার গর্ভপাত করানোর জন্য পরিবারের উপর চাপ সৃষ্টি করে। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তদের চাপে ওই ছাত্রীর গর্ভপাত করানো হয়। এর পর থানায় ওই দু’জনের নামে অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। তার পরই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

আরও পড়ুন: নিরাপত্তার পক্ষে ঝুঁকি রোহিঙ্গারা, আদালতে হলফনামা কেন্দ্রের

Advertisement

সিকারের পুলিশ সুপার বিনীত কুমার জানিয়েছেন, ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্ত, স্কুলকর্তা জগদীশ যাদব এবং শিক্ষক জগত গুজ্জরকে জেরা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement