School Student

স্কুলের শৌচালয়ে সন্তানের জন্ম দিল নবম শ্রেণির ছাত্রী! চার জনের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

এফআইআর থেকে জানা গিয়েছে, ন’মাস আগে ওই কিশোরীকে ‘যৌন হেনস্থা’ করেছে এক জন। পুলিশ জানিয়েছে, প্রথমে কিশোরী অভিযুক্তের পরিচয় জানাতে চায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২৩:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলের শৌচালয়ে পুত্রসন্তানের জন্ম দিল নবম শ্রেণির এক ছাত্রী। কর্নাটকের একটি সরকারি আবাসিক স্কুলে এই ঘটনা হয়েছে। ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ২৭ অগস্ট স্কুল চলাকালীন প্রসববেদনা শুরু হয় ১৭ বছরের কিশোরীর। তার সহপাঠীরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। স্কুলের শৌচালয়েই সন্তানের জন্ম দেয় সে। এর পর মা এবং সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারা দু’জনেই সুস্থ রয়েছে।

এফআইআর থেকে জানা গিয়েছে, ন’মাস আগে ওই কিশোরীকে ‘যৌন হেনস্থা’ করেছে এক জন। পুলিশ জানিয়েছে, প্রথমে কিশোরী অভিযুক্তের পরিচয় জানাতে চায়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে থানায় কিছু জানানো হয়নি। অভিযোগ, কিশোরীর দাদার অনুরোধে বিষয়টি চেপে গিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। জেলা শিশু সুরক্ষা আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তারা জানতে পারে, অভিযুক্ত ২৮ বছরের যুবক।

Advertisement

পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হস্টেলের ওয়ার্ডেন, স্কুলের প্রধানশিক্ষক, নার্সিং কর্মী এবং কিশোরীর দাদার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে হস্টেলের ওয়ার্ডেন, স্কুলের প্রধানশিক্ষক-সহ স্কুলের চার কর্মীকে সাসপেন্ড করেছে কর্নাটকের আবসিক শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement