চা বাগানে তালা, ক্ষুব্ধ শ্রমিকরা

ঝঞ্ঝাবিধ্বস্ত শ্রমিকদের অসহায় অবস্থায় ফেলে গেটে তালা ঝুলিয়ে দিল কাছাড় জেলার কুম্ভীরগ্রাম চা বাগান কর্তৃপক্ষ। এতে ক্ষোভ ব্যক্ত করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০৩:১৭
Share:

ঝঞ্ঝাবিধ্বস্ত শ্রমিকদের অসহায় অবস্থায় ফেলে গেটে তালা ঝুলিয়ে দিল কাছাড় জেলার কুম্ভীরগ্রাম চা বাগান কর্তৃপক্ষ। এতে ক্ষোভ ব্যক্ত করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বাগান খোলার ব্যাপারে তৎপর তাঁরা। আগামী সোমবার দু’পক্ষের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মালিকপক্ষের সাড়া না পেলে শ্রম দফতরে নালিশ করবেন বলে জানিয়েছেন তাঁরা। বাগান শ্রমিকদের অভিযোগ, কয়েক দিন ধরে বাগান ম্যানেজার এম মুখিয়া তাঁদের লক-আউটের হুমকি দিচ্ছিলেন। অভিযোগ, কাজে অনুপস্থিতি এবং ফাঁকিবাজির কথা বলে সব সময় গালিগালাজ করতেন। এর মধ্যে তিন-চার দিনের ঝড়ে বাগানের বেশ ক্ষতি হয়। প্রচুর চা-গাছ ধ্বংস হয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু শ্রমিকের ঘর। সেগুলি নতুন করে তৈরি করতে হবে। এ ছাড়াও, অনেক ঘরের এখনই মেরামতি প্রয়োজন। শ্রমিকদের অনুমান, ওই বাড়তি খরচ থেকে বাঁচার জন্যই ম্যানেজার আজ বাগানে তালা লাগিয়ে অন্যত্র সরে পড়েছেন। তাঁরা জানান, গত সন্ধেয় ম্যানেজার বাংলোর নৈশ চৌকিদারকে ছুটি দিয়ে দেন। এ দিন সকালে কেউ নিয়ম মেনে বাগানে ঢুকতে চান, কেউ রুটিন কাজে বাংলোয় যান। কিন্তু ঢুকতে পারেননি এক জনও। সর্বত্র তালা, গেটে লকআউটের নোটিস। বরাক চা শ্রমিক ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক দীননাথ বারই জানান, লক-আউটের প্রকৃত কারণ তাঁরা খুঁজে দেখছেন। কথা বলছেন বাগানের স্বত্বাধিকারী সংস্থার সঙ্গে। শীঘ্র সমাধান না হলে যে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, শুনিয়ে দেন সে কথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন