বন্যা নিয়ে বৈঠক

বন্যা নিয়ন্ত্রণে বিপর্যয় মোকাবিলা দফতর, জলসম্পদ দফতরের মন্ত্রী ও কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি নির্দেশ দেন, সব জেলার জেলাশাসকদের আগামী কাল সকাল ৯টা থেকে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যেতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০৩:১৩
Share:

বন্যা নিয়ন্ত্রণে বিপর্যয় মোকাবিলা দফতর, জলসম্পদ দফতরের মন্ত্রী ও কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি নির্দেশ দেন, সব জেলার জেলাশাসকদের আগামী কাল সকাল ৯টা থেকে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যেতে হবে। বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাজ্যের ১৫টি জেলায় সাড়ে ৫ লক্ষ মানুষ বন্যার কবলে। গুয়াহাটি, ধুবুরি, যোরহাট, ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে বইছে। সেই সঙ্গে ভুটান, অরুণাচল ও মেঘালয় থেকেও আসছে জল। মেঘালয়, মণিপুর ও অরুণাচলের বেশ কিছু অংশও বন্যাকবলিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন