Train Accident in Deoghar

দেওঘরে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ! বন্ধ রেল চলাচল, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের নওয়াডিহ স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে গোন্ডা থেকে আসানসোলের দিকে যাওয়া এক্সপ্রেস ট্রেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১২:০৭
Share:

ট্রেনের সঙ্গে সংঘর্ষ ট্রাকের। বৃহস্পতিবার দেওঘরের নওয়াডিহ স্টেশনের কাছে। —নিজস্ব চিত্র।

দেওঘরে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনার জেরে আপাতত হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে নওয়াডিহ স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে গোন্ডা থেকে আসানসোলের দিকে যাওয়া এক্সপ্রেস ট্রেন। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের নীচে চাপা পড়ে যায় দু’টি মোটরবাইক। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির ইঞ্জিনও।

এই দুর্ঘটনার পরেই দেওঘর-গিরিডি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ট্রাকটিকে সরিয়ে সড়ক যোগাযোগ এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম এবং রেলের অন্য আধিকারিকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement