‘শক্তি’র অনুমতি চায়নি ডিআরডিও!

সারস্বতের বক্তব্য প্রসঙ্গে একটি ওয়েবসাইটকে মেনন বলেন, ‘‘এই প্রথম এমন কথা শুনলাম। এ বিষয়ে ডিআরডিও ঘরোয়া প্রেজেন্টেশন দিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:৪৩
Share:

—ফাইল চিত্র।

শুধু রাজনৈতিক নয়, ‘মিশন শক্তি’ ঘিরে চাপানউতোর চলছে আমলা এবং বিজ্ঞান-কর্তাদের মধ্যেও।

Advertisement

অর্থমন্ত্রী অরুণ জেটলির মতোই প্রাক্তন ডিআরডিও প্রধান, বর্তমানে মোদী সরকারের নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত দাবি করেছিলেন, ২০১২ সালেই কৃত্রিম উপগ্রহ-ধ্বংস করার ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান মজুত ছিল। কিন্তু তৎকালীন ইউপিএ সরকার সেই অনুমতি দেয়নি বলে তা করা যায়নি। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবার দাবি করলেন, ডিআরডিও তখন এমন কোনও আর্জিই জানায়নি।

সারস্বতের বক্তব্য প্রসঙ্গে একটি ওয়েবসাইটকে মেনন বলেন, ‘‘এই প্রথম এমন কথা শুনলাম। এ বিষয়ে ডিআরডিও ঘরোয়া প্রেজেন্টেশন দিয়েছিল। কিন্তু সারস্বত কোনও দিন এমন পরীক্ষার জন্য আমার কাছে অনুমতি বা সম্মতি চাননি। কোনওদিনই তা চাওয়া হয়নি।’’ সারস্বতও এ বিষয়ে ‘প্রেজেন্টেশন’এর কথা জানিয়েই এখন দাবি করেছেন, ‘‘ইউপিএ সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছিল না। মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছেও এধরনের ক্ষেপণাস্ত্রের বিষয়ে প্রেজেন্টেশন দিয়েছিলাম। কিন্তু কোনও সম্মতি পাওয়া যায়নি। কোনও যুক্তি দেওয়া হয়নি। তাঁরা নীরব ছিলেন।’’ যদিও তিনিই এর আগে এক সাক্ষাৎকারে এধরনের পরীক্ষার বিরোধিতা করেছিলেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন