National News

ব্যারিকেড ভেঙে সংসদভবনের গেটে গাড়ি! ফিরল জঙ্গিহানার আতঙ্ক

পুলিশ জানাচ্ছে, যে গেট দিয়ে এ দিন ভিতরে ঢোকার চেষ্টা করেছিল এক কংগ্রেস সাংসদের গাড়ি, আজ থেকে ১৮ বছর আগে, সংসদ ভবনের সেই গেট দিয়েই ভিতরে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২২
Share:

সংসদ ভবনের গেটে সেই গাড়ি। মঙ্গলবার, দিল্লিতে। ছবি- পিটিআই

সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের ব্যারিকেডের তোয়াক্কাই করল না এক কংগ্রেস সাংসদের গাড়ি। ঝড়ের গতিতে ভুল গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করল। মঙ্গলবারের ঘটনা।

Advertisement

পুলিশ জানাচ্ছে, যে গেট দিয়ে এ দিন ভিতরে ঢোকার চেষ্টা করেছিল এক কংগ্রেস সাংসদের গাড়ি, আজ থেকে ১৮ বছর আগে, সংসদ ভবনের সেই গেট দিয়েই ভিতরে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

বুলেটপ্রুফ গাড়িটি রোখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। শেষ পর্যন্ত যন্ত্রের মাধ্যমে গেটের মুখে লোহার স্পাইকগুলিকে নীচ থেকে উপরে তুলে দেওয়া হয়। তাতে ধাক্কা মারতেই গাড়ির বাম্পার ভেঙে যায়। গাড়িটি থেমে যায়।

Advertisement

আরও পড়ুন- চৌকিদারকে ধমকাচ্ছে চোর! লোকসভায় বিরোধী ঐক্যকে তীব্র কটাক্ষ মোদীর​

আরও পড়ুন- রাফাল চুক্তির আগেই ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন অনিল অম্বানী: রিপোর্ট​

পুলিশ জানাচ্ছে, গাড়িটি মণিপুরের কংগ্রেস সাংসদ চিকিৎসক থোকচম মেইনিয়ার। তিনি অবশ্য ওই সময় গাড়িটিতে ছিলেন না। গত ডিসেম্বরে একই ঘটনা ঘটিয়েছিল একটি ট্যাক্সি। সেটিও হুড়মুড়িয়ে সংসদ ভবনের গেটের কাছে এসে পড়ায় অ্যালার্ম বেল বেজে উঠেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন