Khadi Calendar

‘গাঁধীর বদলে মোদী’ কাণ্ডে কংগ্রেস-তৃণমূলের তীব্র নিন্দার মুখে প্রধানমন্ত্রী

খাদি নিগমের ক্যালেন্ডারে মহাত্মা গাঁধীর বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি প্রকাশিত হওয়ায় তীব্র সমালোচনা শুরু হল দেশ জুড়ে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী তো বটেই, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। বিজেপি অবশ্য বিরোধীদের সমালোচনা নস্যাৎ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ২২:০৩
Share:

খাদি নিগমের ক্যালেন্ডারে মহাত্মা গাঁধীর বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি প্রকাশিত হওয়ায় তীব্র সমালোচনা শুরু হল দেশ জুড়ে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী তো বটেই, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। বিজেপি অবশ্য বিরোধীদের সমালোচনা নস্যাৎ করছে। খাদির ক্যালেন্ডারে গাঁধীর ছবিই রাখতে হবে, এমন কোনও নিয়ম নেই, মন্তব্য বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রের।

Advertisement

বৃহস্পতিবার থেকেই বিতর্ক শুরু হয়েছিল খাদি গ্রামোদ্যোগ নিগমের নতুন ক্যালেন্ডার ও ডায়েরি নিয়ে। খাদির ক্যালেন্ডার ও ডায়েরিতে সাধারণত মহাত্মা গাঁধীর চরকা কাটার ছবিই থাকে। কিন্তু ২০১৭ সালের যে ক্যালেন্ডার খাদি গ্রামোদ্যোগ নিগম প্রকাশ করেছে, তাতে গাঁধীকে নয়, মোদীকে চরকা কাটতে দেখা যাচ্ছে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী নিজেই এ নিয়ে প্রথমে টুইটারে এ নিয়ে মোদীকে কটাক্ষ করেন। তার পর কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি সাংবাদিক বৈঠক করে মোদীর সমালোচনায় সরব হন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদী আগে নিজেকে পটেল ভাবতেন। এখন তিনি নিজেকে গাঁধীও ভাবতে শুরু করেছেন।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শুক্রবার এ প্রসঙ্গে অত্যন্ত চড়া সুর শোনা গিয়েছে। শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনে গিয়ে এমনিতেই নোট বাতিল ইস্যুতে এবং তৃণমূলের নেতাদের গ্রেফতার প্রসঙ্গে মোদী সরকারের তীব্র সমালোচনা করছিলেন তিনি। তার মাঝেই মমতা খাদির ক্যালেন্ডারে মোদীর ছবির প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘‘খাদির ক্যালেন্ডারে গাঁধীজির চরকায় মোদী চরকা কাটছেন। ভাবতে পারেন? গাঁধীজির চরকা, জাতির জনক! তাঁর ছবি সরিয়ে মোদীর ছবি!’’ তৃণমূলনেত্রী বলেন, ‘‘যা খুশি তাই করে যাচ্ছে, কেউ ভয়ে মুখ খুলতে পারছে না। এর পরে দেখবেন নোটেও গাঁধীজির বদলে নিজের ছবি লাগিয়ে দিয়েছে।’’

Advertisement

বিজেপি অবশ্য বিরোধীদের সব অভিযোগ নস্যাৎ করেছে। বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র এ দিন সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘খাদির ক্যালেন্ডারে সব সময় গাঁধীজির ছবিই থাকতে হবে, এমন কোনও নিয়ম নেই। নিয়মই যেখানে নেই, সেখানে নিয়মের উল্লঙ্ঘন হওয়ার প্রশ্নও নেই।’’

আরও পড়ুন: গাঁধীকে সরিয়ে খাদির ক্যালেন্ডার, ডায়েরিতে চরকায় মোদী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement