Rajasthan Assembly Election 2023

মন্ত্রী হওয়ার ১০ দিনের মাথায় ভোটে হারলেন বিজেপি প্রার্থী! রাজস্থানের বিধানসভায় জয়ী কংগ্রেস

রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের মধ্যে গত নভেম্বরে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়েছিল। কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গুরমিত সিংহ কুনেরের মৃত্যুর কারণে করণপুরে ভোট স্থগিত রাখা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:৩৭
Share:

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন গত ৩০ ডিসেম্বর। ঠিক ১০ দিনের মাথাতেই বিধানসভা ভোটে হেরে গেলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রপাল সিংহ। শ্রীগঙ্গানগর জেলার করণপুর আসনে কংগ্রেস প্রার্থী রূপীন্দ্র সিংহ কুনের ১২ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তাঁকে।

Advertisement

রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের মধ্যে গত নভেম্বরে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়েছিল। কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গুরমিত সিংহ কুনেরের মৃত্যুর কারণে করণপুরে ভোট স্থগিত রাখা হয়। কংগ্রেস সেখানে গুরমিতের পুত্র রূপেন্দ্রকে প্রার্থী করেছিল। ২০১৩ সালে ওই আসনে সুরেন্দ্র জিতছিলেন। কিন্তু ২০১৮-তে তিনি গুরমিতের কাছে হেরে যান।

করণপুরে জয়ের ফলে রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। সহযোগী রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর ১। শাসক বিজেপির রয়েছে ১১৫ জন বিধায়ক। এ ছাড়া নির্দল এবং অন্য দলগুলির ১৪ জন বিধায়ক রয়েছেন বিজেপি শাসিত ওই রাজ্যের বিধানসভায়। রাজস্থান কংগ্রেস সোমবার জানিয়েছে, এই হার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি রাজ্যবাসীর অনাস্থার বহিঃপ্রকাশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন