দু’দিনের বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের বিশেষ অধিবেশন বসবে সংসদে। তার ঠিক আগে নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে হবে সেই বৈঠক। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ। কংগ্রেসের তরফে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা হবে। সেখানে থাকতে বলা হয়েছে সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে।
নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন অধীর চৌধুরী এবং দীপা দাসমুন্সি। গত ২০ অগস্ট নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছিলেন খড়্গে। তার পর সংসদের বিশেষ অধিবেশনের আগে এই প্রথম বৈঠক হতে চলেছে। ১৭ তারিখ সারা দিন বৈঠকের পর হায়দরাবাদে সমাবেশ করবে কংগ্রেস। সামনেই তেলঙ্গানার ভোট রয়েছে। সেখানে কংগ্রেস প্রধান বিরোধী দল।
নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি মোট ৮৪ জনের। তার মধ্যে ৩৯ জন নিয়মিত সদস্য, ৩২ জন স্থায়ী আমন্ত্রিত, ১৩ জন বিশেষ আমন্ত্রিত। শশী তারুর, আনন্দ শর্মার মতো বিক্ষুব্ধ নেতারাও রয়েছেন এই কমিটিতে। আবার গৌরব গগৈ, শচিন পাইলটের মতো তরুণ মুখও রয়েছেন। ১৫ জন নতুন মহিলা সদস্যও রয়েছেন ওয়ার্কিং কমিটিতে।