লেবু-লঙ্কা ঝোলনো খেলনা বিমান নিয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় রাই। ছবি: সংগৃহীত।
পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারতীয় সেনার তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই। রবিবার একটি লেবু-লঙ্কা ঝোলনো খেলনা বিমান নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে প্রশ্ন তুলছেন, ফ্রান্স থেকে কেনা রাফাল কবে কাজে লাগবে?
অজয়ের ওই খোঁচা জবাবে বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারির অভিযোগ, এমন আচরণ দেশদ্রোহিতার শামিল। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অজয় এখন পাকিস্তানিদের সুরে কথা বলছেন।’’ আর এক বিজেপি নেতা সিআর কেশবন সোমবার বলেন, ‘‘উনি ভারতীয় সেনার মনোবল ভাঙতে চাইছেন।’’
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনটি লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়েছেন পাঁচ বারের বিধায়ক অজয়। গত বছরের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের তীর্থকেন্দ্রে প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। তাঁর দাদা কৃষ্ণানন্দ রাই ছিলেন বিজেপি বিধায়ক। ২০০৫ সালে তিনি খুন হওয়ার পরে সক্রিয় রাজনীতিতে অজয়ের প্রবেশ। রবিবার ‘খেলনা রাফাল’ নিয়ে সাংবাদিক বৈঠক করে অজয় বলেন, ‘‘রাফাল যুদ্ধবিমানগুলিকে কাজে লাগানোর এটাই সেরা সময়। কেন্দ্রীয় সরকার মুখে জঙ্গিদের খতম করার কথা বলছে, কিন্তু লেবু-লঙ্কা ঝুলিয়ে রাফাল জেটগুলোকে ফেলে রেখেছে হ্যাঙ্গারে। শুধু বাগাড়ম্বরই বিজেপির সম্বল।’’ তাঁর ওই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।