প্রধানমন্ত্রীর মুদ্রানীতির পাশে বরাকের কংগ্রেস নেতা

নিজের দলের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুদ্রানীতিকে সমর্থন জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বরাকের কংগ্রেস নেতা গৌতম রায়ের পুত্র রাহুল রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০৩:২১
Share:

নিজের দলের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুদ্রানীতিকে সমর্থন জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বরাকের কংগ্রেস নেতা গৌতম রায়ের পুত্র রাহুল রায়। বৃহস্পতিবার হাইলাকান্দিতে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে রাহুল জানিয়ে দিলেন, তিনি শুধু রাজনীতিক নন, ব্যবসায়ীও। সেই দিক থেকেই তিনি মনে করেন, এই নীতি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে।

Advertisement

রাহুলবাবু বলেন, ‘‘এই পদক্ষেপের ফলে স্থবির হয়ে থাকা ‘টাকা’ বাজারে ঘোরাফেরা করতে শুরু করবে। এতে এক দিকে দেশের অর্থনীতি মজবুত হবে। অন্য দিকে, টাকার মূল্যও বাড়বে।’’

নতুন মুদ্রানীতির ফলে দেশে কর আদায়ের পরিমাণও অনেকগুণ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সুকৌশলী বলে অভিহিত করে তিনি বলেন, ‘‘এতে জমা থাকা কালোটাকার পাহাড় মাটি হয়ে গিয়েছে। উগ্রবাদীদের অবস্থা বেহাল। যাঁরা বেনামে সম্পত্তির পাহাড় গড়েছেন, তাঁদের চোখের ঘুম উবে গেছে।’’

Advertisement

তাঁর দল কংগ্রেস যখন নতুন মুদ্রানীতির সমালোচনায় মুখর এবং বিরোধীরা যখন বন্‌ধ পালনের প্রস্তুতি নিচ্ছে তখন এক কংগ্রেস নেতার এই অবস্থা বরাকের রাজনীতিতে নিঃসন্দেহে আলোড়ন তুলবে।

তবে রাহুল রায়ের সাফ জবাব, ‘‘আমি কংগ্রেসের নেতা হলেও একজন ব্যবসায়ী। সে দিক থেকেই কেন্দ্রের এই নীতিকে আমি সমর্থন জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement