লালুর কাছে বন্ধক বিহার কংগ্রেস, মত সুশীলের

লালুপ্রসাদের হাতে দলকে ‘বন্ধক’ রেখেছেন বিহারের কংগ্রেস নেতারা— এমনই মন্তব্য করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। ছটপুজোর প্রস্তুতি দেখতে রবিবার গঙ্গার তীরে গিয়েছিলেন ওই বিজেপি নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০৩:৩৫
Share:

লালুপ্রসাদের হাতে দলকে ‘বন্ধক’ রেখেছেন বিহারের কংগ্রেস নেতারা— এমনই মন্তব্য করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। ছটপুজোর প্রস্তুতি দেখতে রবিবার গঙ্গার তীরে গিয়েছিলেন ওই বিজেপি নেতা। সেখানে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরতেই লালু, কংগ্রেসের দিকে তোপ দাগেন সুশীল। তিনি দাবি করেন, আরজেডির পাশাপাশি বিহারে কংগ্রেসের কাজকর্ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন লালুই।

Advertisement

মহাজোট সরকারের প্রসঙ্গও তোলেন তিনি। সূশীল বলেন, ‘‘সেই সময়ও কংগ্রেসের কে মন্ত্রিসভায় জায়গা পাবেন, তা ঠিক করেছিলেন লালুপ্রসাদই। আর এখন তো আরও স্পষ্ট হয়েছে যে জাতীয় দল হলেও বিহারে কংগ্রেস আরজেডি-র বন্ধক হিসেবে রয়েছে।’’

মহাজোট সরকার ভাঙার পর থেকে ক্ষোভ ছড়িয়েছে কংগ্রেসের অন্দরমহলেও। ভিতরে ভিতরে দু’টি শিবিরে ভাগ হয়েছে দল। এক দিকের নেতা অশোক চৌধুরী। যিনি নীতীশ কুমারের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। অন্য দিকে রয়েছেন প্রাক্তন আরজেডি নেতা অখিলেশ প্রসাদ সিংহ।
প্রদেশ কংগ্রেস সভাপতির দৌড়ে এগিয়ে অখিলেশই। রাজনৈতিক শিবিরের বক্তব্য, কংগ্রেসের ওই ফাটল আরও স্পষ্ট করতেই এমন কথা বলচেন সুশীল।

Advertisement

এ দিকে, বিহারে জেডিইউয়ের দলীয় নির্বাচন আগামী বছর মার্চে করা হবে বলে শরদ যাদবের ঘোষণাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে নীতীশ শিবির। জেডিইউ নেতা বশিষ্ঠ নারায়ণ সিংহ বলেছেন, ‘‘মানুষের মনে ধন্দ ছড়াতেই ও সব কথা বলা হচ্ছে। সবাই জানে, দলের সমস্ত জনপ্রতিনিধি, কর্মী নীতীশ কুমারের পাশেই রয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement