ডোভালের ছেলের ব্যবসা নিয়ে সরব কংগ্রেস

সম্প্রতি একটি পত্রিকা দাবি করেছে, উত্তর আমেরিকার ক্যারিবীয় এলাকায় কেম্যান দ্বীপপুঞ্জে একটি ‘হেজ ফান্ড’ সংস্থা রয়েছে ডোভালের ছেলে বিবেকের। নোটবন্দির ঠিক ১৩ দিন পরেই ওই ‘হেজ ফান্ড’ তৈরি করা হয়। বিবেকের ব্যবসার সঙ্গে তাঁর দাদা ও বিজেপি নেতা শৌর্য ডোভালের ব্যবসাও ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি পত্রিকাটির।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৪:৫৬
Share:

অজিত ডোভাল। —ফাইল চিত্র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দুই ছেলের ব্যবসা নিয়ে এ বার বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করল কংগ্রেস।

Advertisement

সম্প্রতি একটি পত্রিকা দাবি করেছে, উত্তর আমেরিকার ক্যারিবীয় এলাকায় কেম্যান দ্বীপপুঞ্জে একটি ‘হেজ ফান্ড’ সংস্থা রয়েছে ডোভালের ছেলে বিবেকের। নোটবন্দির ঠিক ১৩ দিন পরেই ওই ‘হেজ ফান্ড’ তৈরি করা হয়। বিবেকের ব্যবসার সঙ্গে তাঁর দাদা ও বিজেপি নেতা শৌর্য ডোভালের ব্যবসাও ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি পত্রিকাটির। কেম্যান দ্বীপপুঞ্জ কর্পোরেট কর দিতে হয় না। ফলে সেখানে নানা সংস্থা খুলে রেখে বিভিন্ন বাণিজ্য গোষ্ঠী কর ফাঁকি দেয় বলে অভিযোগ। ‘কর ফাঁকির স্বর্গ’ হিসেবে পরিচিত এই ধরনের কয়েকটি এলাকার লগ্নি সংক্রান্ত তথ্য ফাঁস হয় প্যারাডাইস ও পানামা নথিতে। ওই নথিগুলিতে একাধিক বার কেম্যান দ্বীপপুঞ্জের উল্লেখ রয়েছে।

আজ ওই পত্রিকার নিবন্ধটি টুইট করে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপি দ্বিচারিতায় বিশ্বাসী। সেই দ্বিচারিতার অন্যতম নজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কারণ, সরকারকে দেওয়া এক রিপোর্টে এই ধরনের ‘কর ফাঁকির স্বর্গ’ হিসেবে পরিচিত এলাকায় থাকা টাকার ও নথিবদ্ধ সংস্থার বিরুদ্ধে কড়া অভিযানে নামার সুপারিশ করেছিলেন ডোভাল। কিন্তু তাঁর ছেলেরই কেম্যান দ্বীপপুঞ্জে ‘হেজ ফান্ড’ রয়েছে।

Advertisement

নিবন্ধে দাবি করা হয়েছে, বিবেক ডোভাল পেশায় চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। ব্রিটিশ নাগরিক বিবেক থাকেন সিঙ্গাপুরে। নোটবন্দির ১৩ দিন পরে কেম্যান দ্বীপপুঞ্জে তৈরি করা তাঁর ‘জিএনওয়াই এশিয়া ফান্ড’-এ পরিচালক হিসেবে নাম রয়েছে ডন ডব্লিউ ইব্যাঙ্কস ও মহম্মদ আলতাফ মুসলিয়াম ভিটিলের। প্যারাডাইস নথিতে কেম্যান দ্বীপপুঞ্জ সরকারের প্রাক্তন পরামর্শদাতা ইব্যাঙ্কসের উল্লেখ ছিল। ইব্যাঙ্কস কেম্যান দ্বীপপুঞ্জে নথিবদ্ধ দু’টি সংস্থার পরিচালক। আলতাফ পশ্চিম এশিয়ার একটি অন্যতম বাণিজ্য গোষ্ঠীর পরিচালক। পত্রিকাটির দাবি, বিবেকের সংস্থার সঙ্গে তাঁর দাদা শৌর্য ডোভালের ব্যবসাও ওতপ্রোতভাবে জড়িত। বিজেপি নেতা ও একটি বিশেষজ্ঞ পরামর্শদাতা সংস্থার কর্তা শৌর্যের ব্যবসার অনেক কর্মীই ‘জিএনওয়াই এশিয়া ফান্ড’-এর সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে মুখ খোলেনি ডোভাল পরিবার, বিজেপি বা সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন