মোর্চাকে মীরা নিয়ে বলবে না কংগ্রেস

দিল্লিতে রবিবার সকালে বিরোধী দলনেতা আব্দুল মান্নান যাঁদের সই গুলাম নবিকে দিয়েছেন, তাঁদের মধ্যে এ রাজ্যের ও ত্রিপুরার বিধায়কেরা রয়েছেন। মীরার সমর্থনে একজোট কংগ্রেস, তৃণমূল ও বামেরা। গুলাম নবির প্রশ্নের উত্তরে মান্নান জানিয়েছেন, বাংলায় তিন বিধায়ক রয়েছেন বিজেপি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০৩:৫৬
Share:

রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হিসাবে মীরা কুমারের মনোনয়ন পেশ করার কথা কাল, মঙ্গলবার। তার আগে লোকসভার প্রাক্তন স্পিকারের মনোনয়নের পক্ষে প্রস্তাবক ও সমর্থনকারী মিলিয়ে মোট ১২০ জন বিধায়কের সই সংবলিত কাগজপত্র রাজ্যসভার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের হাতে তুলে দিলেন বাংলার বিরোধী দলনেতা। দিল্লিতে রবিবার সকালে বিরোধী দলনেতা আব্দুল মান্নান যাঁদের সই গুলাম নবিকে দিয়েছেন, তাঁদের মধ্যে এ রাজ্যের ও ত্রিপুরার বিধায়কেরা রয়েছেন। মীরার সমর্থনে একজোট কংগ্রেস, তৃণমূল ও বামেরা। গুলাম নবির প্রশ্নের উত্তরে মান্নান জানিয়েছেন, বাংলায় তিন বিধায়ক রয়েছেন বিজেপি-র। তা ছাড়া, পাহাড়ে আন্দোলনকারী গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়কের কাছে তাঁরা সমর্থন চাইবেন না। ওই ৬ জনকে বাদ দিয়ে বাকি সব বিধায়কই মীরার পক্ষে থাকবেন। প্রথাগত ভাবে রাজ্যের বিধায়কদের সমর্থন চাইতে শীঘ্রই বিধানসভায় আসবেন মীরা। আসার কথা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement