নীতীশের ভোজ নিয়ে মতভেদ

নীতীশ কুমারের নৈশভোজে সামিল হওয়া নিয়ে মতভেদ বিহার বিজেপিতে।প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর অনুগামীরা নিমন্ত্রণ-রক্ষায় মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হওয়ার পক্ষে। কিন্তু তাতে আপত্তি দলের রাজ্য সভাপতি নিত্যানন্দ রায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৩:৫৩
Share:

নীতীশ কুমারের নৈশভোজে সামিল হওয়া নিয়ে মতভেদ বিহার বিজেপিতে।

Advertisement

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর অনুগামীরা নিমন্ত্রণ-রক্ষায় মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হওয়ার পক্ষে। কিন্তু তাতে আপত্তি দলের রাজ্য সভাপতি নিত্যানন্দ রায়ের।

বাজেট অধিবেশনের জন্য নৈশভোজ ডেকেছেন নীতীশ। আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিভিন্ন দলের নেতা, জনপ্রতিনিধিরা। গত সন্ধেয় এ নিয়ে পটনায় বৈঠকে বসে বিজেপি বিধায়কদল। দলীয় সূত্রে খবর, বৈঠকে রাজ্য সভাপতি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর নৈশভোজ তিনি বয়কট করতে আগ্রহী। বিপরীত মন্তব্য করেন সুশীল কুমার। তা নিয়ে মতবিরোধ শুরু হয়। প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি দুই নেতাই। দলের প্রাক্তন রাজ্য সভাপতি মঙ্গল পাণ্ডে তাঁদের বোঝানোর চেষ্টা করছেন। সুশীল-নিত্যানন্দের মতদ্বৈরথ নিয়ে সরাসরি কিছু বলেলনি তিনি। মঙ্গলবাবুর বক্তব্য, ‘‘বিধায়করা নিয়মিত কোনও না কোনও সরকারি নিমন্ত্রণ পান। কখনও রাজ্যপাল, কখনও মুখ্যমন্ত্রী তাঁদের নিমন্ত্রণ করেন। কোথায় তাঁরা যাবেন, তা নিজেরাই ঠিক করেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement