National News

মুম্বইতে ৪ আরোহী সহ ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ১, আশঙ্কাজনক ৩

খুশির উড়ান বদলে গেল বিষাদে। চার আরোহীকে নিয়ে মুম্বইয়ের শহরতলিতে ভেঙে পড়ল একটি রবিনসন আর-৪৪ অ্যাস্ট্রো কপ্টার। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৮
Share:

খুশির উড়ান বদলে গেল বিষাদে। চার আরোহীকে নিয়ে মুম্বইয়ের শহরতলিতে ভেঙে পড়ল একটি রবিনসন আর-৪৪ অ্যাস্ট্রো কপ্টার। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে বিধ্বংসী আগুন ধরে যাওয়ায় বাকি আরোহীরাও মারাত্মক ভাবে পুড়ে গিয়েছেন।

Advertisement

গোরেগাঁও এলাকার আরি কলোনির কাছে রবিবার হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাউদাউ করে জ্বলছিল কপ্টারটি। এলাকাবাসীই দুর্ঘটনার বিষয়ে দমকল ও পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং জখমদের নিকটবর্তী সেভেন হিলস হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর ভাবে পুড়ে গিয়েছেন প্রত্যেকেই। ফলে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেটি আমন অ্যাভিয়েশন নামে একটি সংস্থার। রবিবার প্রমোদ ভ্রমণের জন্য যাত্রীদের নিয়ে উড়েছিল কপ্টারটি।

Advertisement

আরও পড়ুন: প্রকৃতির তাণ্ডবে তছনছ মধুচন্দ্রিমা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement