Covid 19

Covid 19: দেশে আরও কমল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত ৩৯৩

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১০:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে আরও কমল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তের হার শুক্রবারের তুলনায় ৬ শতাংশ কম। এক লাফে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও।

Advertisement

এক দিকে যখন কোভিড আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, অন্য দিকে কোভিডের নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ফের নতুন করে উদ্বেগও বাড়ছে দেশ জুড়ে। ইতিমধ্যেই দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩২ জন। তার মধ্যে মহারাষ্ট্রেই ১৭ জন আক্রান্ত। গুজরাতেও এমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশের মধ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে কর্নাটকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement