Coronavirus

পরিচয়পত্র চেয়ে না পেয়ে দিল্লিতে সব্জি বিক্রেতাকে মার, গ্রেফতার যুবক

গ্রেফতারের পর একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৮:০৭
Share:

টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

লকডাউন চললেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানপাটে ছাড় দেওয়া হয়েছে। তবু এক সব্জি বিক্রেতার কাছে পরিচয়পত্র চেয়ে না পেয়ে তাঁকে বেধড়ক মারধর করলেন এক ব্যক্তি। রীতিমতো বাঁশ দিয়ে পেটানোর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির বদরপুর এলাকার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদরপুর এলাকায় রাস্তার ধারে সব্জি বিক্রি করছিলেন মহম্মদ সেলিম নামে এক ব্যক্তি। অভিযুক্ত প্রবীণ বব্বর তাঁর দোকানে গিয়ে তাঁর নাম-পরিচয় জিজ্ঞেস করেন এবং পরিচয়পত্র দেখতে চান। কিন্তু সব্জি বিক্রেতা মহম্মদ সেলিম পরিচয়পত্র না দেখানোয় তাঁকে মারধর শুরু করেন প্রবীণ। ‘পরিচয়পত্র কেন সঙ্গে নেই’— এই কথা বলতে বলতে তাঁকে মারতে থাকেন প্রবীণ। পরে এলাকা ছেড়ে পালিয়ে যান।

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে ওই ভিডিয়ো থেকে ঘটনার সময় সেখানে থাকা একটি বাইকের সূত্র পায়। ওই বাইকের নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে এক প্রত্যক্ষদর্শীর। তিনি পুলিশকে জানান, বদরপুরের তাজপুর রোডে ঘটনাটি ঘটে। হামলাকারী যে প্রবীণ বব্বর, পুলিশকে সেটা ওই প্রত্যক্ষদর্শীই জানান। তার পরেই পুলিশ বব্বরকে গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন: করোনা উপসর্গ থাকা রোগীর মৃত্যু, দেহ নিতে অস্বীকার পরিবারের, আতঙ্ক মেডিক্যালে

আরও পড়ুন: তৃণমূলের অভিনেত্রী-সাংসদের বাবার করোনা, ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো হল দ্বিতীয় নমুনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভ্রমণ সংস্থায় কাজ করেন প্রবীণ। তিনি পুলিশকে বলেছেন, ‘‘এলাকার অন্তত ১০ জন সব্জি বিক্রেতাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন এবং ঘরে থাকতে বলেছেন। কিন্তু তার পরেও সেলিম না যাওয়ায় মেজাজ হারিয়ে ওঁকে মারধর করেছি।’’ অন্য দিকে সব্জি বিক্রেতার বক্তব্য, ‘‘গত ১০ এপ্রিল প্রবীণ তাঁর ধর্ম জানতে চেয়েছিল। মারধরও করেছিল। আমাকে বলেছিল, আপনারাই করোনাভাইরাস ছড়াচ্ছেন।’’

গ্রেফতারের পর একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এক পদস্থ অফিসার আরপি মীনা বলেন, ‘‘প্রবীণ বব্বরকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’’ পুলিশ সূত্রে খবর, প্রবীণের বিরুদ্ধে দাঙ্গা বাধানোর উদ্দেশে উস্কানি দেওয়া, কারও সম্মানহানি করা জন্য আঘাত, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো ধারায় মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement