COVID-19

করোনাকালে এক দিনে দেশে সর্বোচ্চ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লক্ষ ৪৮ হাজার

কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৭.৫৬ শতাংশ। দেশে মোট সংক্রমণের হার ৭.৫৯ শতাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২১ ১০:০১
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

গত ৮ মে ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪১৮৭ জনের। তার পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে দিল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে। যদিও দৈনিক সংক্রমণ পর পর দু’দিন সাড়ে ৩ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ মে, বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৭.৫৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৫৯ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লক্ষ ৮৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ কোটি ৭৫ লক্ষ ৮৩ হাজার ৯৯১ জনের। অন্য দিকে এক দিনে দেশে ২৫ লক্ষ ২৫ হাজার ৯২৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৭ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার ৯৯১ জন টিকা পেয়েছেন দেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন