Coronavirus in India

দেশে তিন মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দু’মাস পর মৃত্যু নামল দেড় হাজারের নীচে

সংক্রমণের পাশাপাশি কমেছে দেশের দৈনিক মৃত্যুও। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২১ ০৯:৪৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, দেশে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। প্রায় ৩ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। সংক্রমণের পাশাপাশি কমেছে দেশের দৈনিক মৃত্যুও। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২২ জন করোনা রোগী মারা গিয়েছেন। গোটা অতিমারি পর্বে কোভিড প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের।

Advertisement

দেশের মধ্য এখন রোজ সবথেকে বেশি কোভিড রোগী প্রাণ হারাচ্ছেন মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৬০৫ জনের। এছাড়া কর্নাটক, তামিলনাড়ু, কেরলে দৈনিক মৃত্যু ১০০-র বেশি। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং উত্তরপ্রদেশে দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি সব রাজ্যগুলিতে তা আরও কম।

দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর পাশাপাশি দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা ৭ লক্ষের কাছে নেমে এসেছে। সঙ্গে দৈনিক সংক্রমণের হারও এক সপ্তাহ ধরে ৪ শতাংশের নীচে রয়েছে। দেশে এখনও অবধি টিকা দেওয়া হয়েছে ২৮ লক্ষের বেশি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন