COVID-19

Covid-19: দেশে দৈনিক সংক্রমণ নামল আড়াই লাখের নীচে, ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও কিছুটা কমল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২১ ০৯:৫৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষ ৫৭ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরেই থাকছিল। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমেছে। রবিবার দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৪১।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২১ লক্ষ ২৩ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ কোটি ৮৬ লক্ষ ৭ হাজার ৯৩৭ জনের। অন্য দিকে এক দিনে দেশে ১৬ লক্ষ ৪ হাজার ৫৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৯ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জন টিকা পেয়েছেন দেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন