Coronavirus in India

COVID in India: বাড়লেও ১০ হাজারের নীচেই থাকল দৈনিক আক্রান্ত, তবে মৃত্যু ফের ছাড়াল ৪০০-র গণ্ডি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১০:৩৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবাররে তুলনায় বেড়েছে বুধবার। বাড়লেও তা ১০ হাজারের নীচেই রয়েছে। এ নিয়ে পর পর তিন দিন ১০ হাজারের নীচেই থাকল দেশের আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩।

Advertisement

আক্রান্তের সঙ্গে মঙ্গলবারের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩৭ জনের। এর মধ্যে ৩৭০ জনই কেরলের। মহারাষ্ট্রে ১৯, তামিলনাড়ুতে ১৩ এবং পশ্চিমবঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। দেশের বাকি রাজ্যগুলিতে তা রয়েছে পাঁচের কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জন।

আক্রান্তের সংখ্যা কম হতে সক্রিয় রোগীরও কমছে দেশে। সেই ধারা বুধবারও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ১০৩। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন