Coronavirus in India

পরীক্ষা হওয়া প্রতি চারজনের এক জনের করোনা, দেশের দৈনিক আক্রান্ত ছাড়াল সাড়ে ৩ লক্ষ

সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা অতিমারি পর্বে সর্বোচ্চ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১০:০৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা অতিমারি পর্বেে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

সাড়ে ৩ লক্ষ নতুন আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে স্বাস্থ্য পরিষেবাতে ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালে ঘুরে ঘুরেও শয্যা ফাঁকা পাচ্ছেন না রোগীরা। অনেক হাসপাতালেই একই শয্যায় থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশে প্রকট। এরই মধ্যে দেশে চলছে কোভিড টিকাকরণ। যদিও গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৯ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন