Coronavirus

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ শতাংশ বাড়ল, ক্রমেই বাড়ছে উদ্বেগ

এই নিয়ে দেশে এই মুহূর্তে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৯১ জন। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১১:৩০
Share:

গত কয়েক দিনে দেশে করোনা রোগীর সংখ্যাবৃদ্ধি নিয়ে উদ্বেগ আবার বেড়েছে। ফাইল চিত্র।

চিন্তা বাড়িয়ে এক দিনে ৪৬ শতাংশ বাড়ল দেশের কোভিড সংক্রমণ। বুধবার সকালে শেষ ২৪ ঘণ্টার হিসাব দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাল, এক দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশি।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব বলছে, মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ ছিল ৩০৩৮ জন। গত ২৪ ঘণ্টায় তা অনেকটা বেড়ে প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে দু’দিনের দৈনিক সংক্রমণের সংখ্যায় প্রায় দেড় হাজারের তফাত। গত ১৬৩ এই প্রথম দেশে এক ধাক্কায় এতটা দৈনিক সংক্রমণ বাড়ল দেশে। শেষ বার গত সেপ্টেম্বরে (হিসাব অনুযায়ী ৫ মাস ১৩ দিন আগে) দৈনিক সংক্রমণ এই পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর দেশে একদিনে ৪ হাজার ৭৭৭ জন রোগী করোনা আক্রান্ত হয়েছিলেন।

দেশে করেনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী ছিল, সেই সময় দৈনিক ৫০ শতাংশেরও বেশি হারে বেড়েছে সংক্রমণ। গত কয়েক দিনে দেশে করোনা রোগীর সংখ্যাবৃদ্ধি নিয়ে উদ্বেগ আবার বেড়েছে। আর এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাবে চিন্তার ভাঁজ পড়েছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে।

Advertisement

বুধবারের হিসাবে দেশে এই মুহূর্তে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৯১ জন। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে। টিকাকরণ অবশ্য এখনও চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৭৯ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এ যাবৎ দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন