কৃষি বিভাগে দুর্নীতির অভিযোগে সরব দক্ষিণ লাফাশাইল এলাকার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, ট্রেসিং ফ্লোর (ধান পিষে চাল তৈরির জন্য আচ্ছাদন) নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল। বর্ষাকালে ধান পিষতে কৃষকদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে দিকে তাকিয়েই ওই উদ্যোগ নেওয়া হয়। কাজের বরাত দেওয়া হয় বেসরকারি ঠিকা সংস্থাকে। অভিযোগ, সামান্য কাজ করেই নির্মাণ বন্ধ করে দেয় ওই সংস্থা। কিন্তু বরাতের পুরো টাকাই পেয়ে যায়। লক্ষ্মীবাজার জিপি সভাপতি আব্দুল মালিক চৌধুরী বলেন, ‘‘ট্রেসিং শেড তৈরির কাজে নিযুক্ত শ্রমিকরাও মজুরি পাননি। ’’ দুর্নীতির অভিযোগ উড়িয়ে কৃষি বিভাগের পক্ষে জানানো হয়েছে, জমি নিয়ে আইনগত কিছু সমস্যা সামনে এসেছে। তা নিয়ে করিমগঞ্জের আদালতে মামলা চলছে।