নরেন্দ্র মোদীর মতো ‘নেতা’ তৈরির জন্য এ বার কোর্স চালু, কী যোগ্যতা লাগবে?

নরেন্দ্র মোদীর মতো ‘নেতা’ তৈরির জন্য এ বারে কোর্স চালু করছে আরএসএস-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান। সঙ্ঘ ও বিজেপির প্রয়াত নেতা রামভাউ মালগির নামে তৈরি মহারাষ্ট্রের এই প্রতিষ্ঠান অগস্ট মাস থেকে ন’মাসের আবাসিক কোর্স চালু করতে চলেছে।

Advertisement

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১২:৩০
Share:

প্রতীকী ছবি।

নরেন্দ্র মোদীর মতো ‘নেতা’ তৈরির জন্য এ বারে কোর্স চালু করছে আরএসএস-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান। সঙ্ঘ ও বিজেপির প্রয়াত নেতা রামভাউ মালগির নামে তৈরি মহারাষ্ট্রের এই প্রতিষ্ঠান অগস্ট মাস থেকে ন’মাসের আবাসিক কোর্স চালু করতে চলেছে। রাজনৈতিক নেতা তৈরি করা যার লক্ষ্য।

Advertisement

যে কোনও বিষয়ের স্নাতকেরা এই স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে ন’মাসের এই কোর্সের জন্য আড়াই লক্ষ টাকা কড়ি গুণতে হবে। আজ থেকেই আবেদন নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার হলেন বিনয় সহস্রবুদ্ধে। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের ঘনিষ্ঠ নেতা নিতিন গডকড়ী দলের সভাপতি থাকার সময়েই বিনয়কে বিজেপির কেন্দ্রীয় টিমে নিয়ে এসেছিলেন। অমিত শাহের জমানাতেও তিনি দলের সহ-সভাপতি পদে রয়েছেন।

বিনয় আজ বলেন, ‘‘সব বিষয়ে কোর্স আছে। কিন্তু ভাল নেতা কী করে হওয়া যায়, তা নিয়ে কোনও পাঠ্যক্রম নেই। এই কোর্স এমন ভাবে সাজানো হয়েছে, যাতে প্রশাসনিক দক্ষতাও বাড়ে, আবার নেতৃত্বের সব গুণও ফুটে ওঠে।’’

Advertisement

এই সুযোগে মোদী-বন্দনার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি নেতারা। মোদী সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, যার কিছু হয় না, সেই যায় রাজনীতিতে। সব সময় ধরে নেওয়া নয়। এটি অপদার্থদের আখড়া। কিন্তু নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন, বিশ্বাসযোগ্যতা বজায় রেখে দক্ষ প্রশাসনের মাধ্যমে সুদঢ় নেতৃত্ব দেওয়া সম্ভব।’’

মুখে প্রতিষ্ঠানের লোকজন বলছেন, রাজনীতিতে যাতে আরও ভাল লোক আসে, তার জন্যই যুবক-যুবতীদের তৈরির চেষ্টা হচ্ছে। এমনকী মহাত্মা গাঁধীও বলেছিলেন, রাজনীতিতে ভাল লোক আসেন না বলেই খারাপ লোকেদের ভিড়। স্পষ্টতই এই প্রচেষ্টার পিছনে রয়েছে দল ও সঙ্ঘের কৌশল। কারণ, কোর্স চলাকালীনই ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক দলের সংস্পর্শে নিয়ে আসা হবে ইনটার্ন হিসেবে। সে ক্ষেত্রে বিজেপির কাজকর্মই দেখানো হবে তাঁদের। আর কোর্স শেষে বিজেপি বা সঙ্ঘে যোগ দেওয়াতেই যাতে ছাত্রদের ঝোঁক বাড়ে, তার চেষ্টাও হবে। পরের লোকসভা নির্বাচনের আগে এই কোর্সের আড়ালে আসলে আরও যুবকদের বিজেপি-আরএসএসের দিকে সুকৌশলে নিয়ে আসাই প্রতিষ্ঠানের ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন