Tablighi Jamaat Case

তবলিগি: বিদেশিদের পাসপোর্ট ফেরানোর নির্দেশ

অতএব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখে, তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হোক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০৭
Share:

ফাইল চিত্র।

তবলিগি জামাত মামলায় মুক্তি পাওয়া ৩৫ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিল দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া ওই বিদেশিদের বিরুদ্ধে পুলিশ যখন কোনও অভিযোগ জানায়নি, তখন তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে বলে আদালত কাল জানিয়েছে।

Advertisement

গত মার্চে দিল্লিতে তবলিগি জামাতের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিদেশি নাগরিক। কেন্দ্রের করোনা-বিধি অমান্যের অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে। সেই মামলায় গত কাল দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণকুমার গর্গ নির্দেশ দিয়েছেন, সব বিদেশি নাগরিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। আদালত যে দিন তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছিল, সেই দিন পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ আনেনি। বিদেশিদের পাসপোর্ট ফেরানোর ব্যাপারে তদন্তকারী অফিসারও কোনও আপত্তি তোলেননি।

বিদেশিদের আইনজীবী আশিমা মান্ডলা জানান, মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার ছিল, ফেব্রুয়ারিতে তা-ও ফিরিয়ে নেওয়া হয়েছে। এর পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশ, তথ্যপ্রমাণ মোতাবেক দেখা যাচ্ছে, গত ১৫ ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে। পুলিশও তাঁদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনও আবেদন করেনি। অতএব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখে, তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হোক। পাসপোর্টগুলি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Advertisement

বিদেশি নাগরিকদের আইনজীবী আদালতে জানান, গত জানুয়ারিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, ওই ৩৫ জন বিদেশি যাতে তাঁদের দেশে ফিরতে পারেন তা যেন নিশ্চিত করা হয়। ওই বিদেশিরা ১৪টি দেশের নাগরিক। আদালত আগেই বলেছিল, অভিযোগের তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের কার-ও কোভিড-উপসর্গ ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন