Coronavirus in India

Covid-19 Vaccination: করোনা টিকাকরণে পিছিয়ে মহিলারা, কেন্দ্রের দেওয়া তথ্যেই স্পষ্ট লিঙ্গ বৈষম্য

২ জুন পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন। মহিলার সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১২:৩৩
Share:

প্রতীকী ছবি।

সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ ভারতে রয়েছে ভুরি ভুরি। এ বার সরকারি গণ টিকাকরণ কর্মসূচিতেও একই অভিযোগ উঠল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান পর্যালোচনা করে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে প্রতি ১,০০০ পুরুষ পিছু মাত্র ৮৬৭ জন মহিলা টিকা পেয়েছেন। যা দেশের জনসংখ্যায় মহিলাদের অনুপাতের চেয়েও অনেকটাই কম। ২০১১ সালের জনসুমারি অনুযায়ী ভারতে প্রতি ১,০০০ পুরুষে মহিলার সংখ্যা ৯৪০।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশের প্রায় ২২ কোটি টিকা দেওয়া হয়েছে। বুধবার (২ জুন) পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন। মহিলার সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০ জন। অর্থাৎ টিকা-প্রাপক পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

তবে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান বলছে, কিছু ক্ষেত্রে টিকাকরণে এগিয়ে রয়েছেন মহিলারা। কেরলে প্রতি ১,০০০ পুরুষ পিছু ১,১২৫ জন মহিলা টিকা পেয়েছেন। ছত্তীসগঢ় এবং হিমাচল প্রদেশে প্রতি ১,০০০ পুরুষে যথাক্রমে ১,০৪৫ এবং ১,০০৩ জন মহিলাকে টিকা দেওয়া হয়েছে। আবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে প্রতি ১,০০০ পুরুষ-পিছু মাত্র ৭০৯ মহিলাকে টিকা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে ৭৬৯ জনকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন