Cow Theft

গরুচোর সন্দেহ হলেই মাঝরাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হবে! কর্নাটকের মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

উত্তর কন্নড় জেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। আর সেই প্রসঙ্গ টেনেই মন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘কোনও রকম মাফ নয়, গরুচোর বলে সন্দেহ হলেই গুলি করার নির্দেশ দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩০
Share:

গরু চুরি নিয়ে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। প্রতিনিধিত্বমূলক ছবি।

কাউকে গরুচোর বলে সন্দেহ হলেই তাঁকে মাঝরাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারা হবে। এমনই হুঁশিয়ারি দিলেন কর্নাটকের মন্ত্রী মানকালা সুব্বা বৈদ্য। মন্ত্রীর এই ধরনের মন্তব্য ঘিরেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা আর বিতর্ক।

Advertisement

কর্নাটকের মৎস্য, বন্দর এবং জলপরিবহণ মন্ত্রী সুব্বা। ভটকলের বিধায়ক। উত্তর কন্নড় জেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। আর সেই প্রসঙ্গ টেনেই মন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘কোনও রকম মাফ নয়, গরুচোর বলে সন্দেহ হলেই গুলি করার নির্দেশ দেব।’’ মন্ত্রীর অভিযোগ, বিজেপি সরকারের জমানায় বার বার গরু চুরির অভিযোগ উঠেছে। কিন্তু কংগ্রেস জমানায় চোরেরা পার পাবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। যাঁরা গরু প্রতিপালন করছেন, তাঁদেরও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘নির্ভয়ে গরু প্রতিপালন করুন। গরু এবং গরুর প্রতিপালকদের রক্ষার দায়িত্ব নেবে সরকার।’’

মন্ত্রী আবার নিজের এই মন্তব্যের সাফাইও দিয়েছেন। তাঁর যুক্তি, এই ধরনের নির্দেশ হয়তো ‘অমানবিক’ মনে হতে পারে। তবে যদি প্রয়োজন পড়ে, সন্দেহভাজন বা অভিযুক্তকে গুলি করা হবে। পুলিশকেও সেই নির্দেশ দেওয়া আছে বলে দাবি মন্ত্রীর। তাঁর কথায়, ‘‘গরুকে স্নেহ এবং ভালবাসা দিয়ে প্রতিপালন করি। কিন্তু গরু চুরির ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত বা সন্দেহভাজন যে কেউই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছি পুলিশকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement