National news

এ বার গোরক্ষকদের হামলা নীতীশের বিহারে, গণপিটুনির শিকার ৩

গণপিটুনির শিকার হলেন তিন জন। ভোজপুর জেলায়, বুধবার। অভিযোগ, তাঁরা ট্রাকে চাপিয়ে গোমাংস নিয়ে যাচ্ছিলেন। গোরক্ষকদের হাত থেকে ছাড়িয়ে নিগৃহীত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ২০:১৬
Share:

ভোজপুরে গোরক্ষকদের হামলার পর।

বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর এ বার গোরক্ষকদের হামলার ঘটনা ঘটল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিহারে।

Advertisement

গণপিটুনির শিকার হলেন তিন জন। ভোজপুর জেলায়, বুধবার। অভিযোগ, তাঁরা ট্রাকে চাপিয়ে গোমাংস নিয়ে যাচ্ছিলেন। গোরক্ষকদের হাত থেকে ছাড়িয়ে নিগৃহীত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানাচ্ছে, ওই ট্রাকটি ভোজপুর থেকে যাচ্ছিল মুজফফরপুর জেলায়। চালক ছাড়া ট্রাকে ছিলেন আর দু’জন। বুধবার বিকেলে পটনা থেকে ৫০ কিলোমিটার দূরে আরা শহরের শাহপুরের কাছে ট্রাকটিকে থামায় উত্তেজিত জনতা। তারা ওই ট্রাকটি থেকে জোর করে নামায় চালক ও দুই সওয়ারকে। ওই ট্রাকে চাপিয়ে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। তার পরেই তিন জনের ওপর শুরু হয় গণপিটুনি। ট্রাকটিতে আগুন লাগানোরও চেষ্টা হয়। তবে পুলিশ এসে পড়ায় ট্রাকটিতে আর আগুন লাগাতে পারেনি দুষ্কৃতীরা।

Advertisement

আরও পড়ুন- ওজন আধুলির মতো! পৃথিবীকে পাক মারছে ৬ মহাকাশযান

আরও পড়ুন- ভিনগ্রহী হানা ঠেকাতে ‘দারোয়ান’ খুঁজছে নাসা, মাসমাইনে সওয়া কোটি!

নিগৃহীত তিন জনকে গ্রেফতার করার প্রতিবাদে পরে রাস্তা অবরোধ হয় আরা-বক্সার রোডে। গ্রেফতার হওয়া তিন জনকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। পুলিশ অবশ্য তাতে কর্ণপাত করেনি।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত তিন জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, ওঁরা গোমাংস নিয়ে যাচ্ছিলেন কি না। নিগৃহীত তিন জন অবশ্য জানিয়েছেন, তাঁরা মোষের মাংস নিয়ে যাচ্ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন