প্রয়াত সমীর দেব সরকার

ত্রিপুরা বিধানসভায় বামফ্রন্টের মুখ্য সচেতক সমীর দেব সরকারের জীবনাবসান হয়েছে রবিবার। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন সরকারি জি বি হাসপাতালে। বিধানসভায় ৮ বার সিপিএমের বিধায়ক নির্বাচিত হন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০৩:০০
Share:

ত্রিপুরা বিধানসভায় বামফ্রন্টের মুখ্য সচেতক সমীর দেব সরকারের জীবনাবসান হয়েছে রবিবার। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন সরকারি জি বি হাসপাতালে। বিধানসভায় ৮ বার সিপিএমের বিধায়ক নির্বাচিত হন তিনি। এ দিন তাঁর দেহ বিধানসভায় নিয়ে আসা হলে উপাধ্যক্ষ পবিত্র কর-সহ শাসক ও বিরোধী দল কয়েক জন বিধায়ক শেষ শ্রদ্ধা জানান। পরে মেলারমাঠ সিপিএমের রাজ্য দফতরে দেহ নিয়ে গেলে সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির কয়েক জন সদস্যের পাশাপাশি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন