নয়া সিভিসি, সিআইসি

দেশের মুখ্য ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) পদে নিয়োগ করা হল কে ভি চৌধুরিকে। তিনি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের প্রাক্তন অধিকর্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়্গের সিদ্ধান্তে হলেও এ নিয়ে অন্য বিতর্ক শুরু হয়েছে। বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানী এর বিরোধিতা করে মোদীকে চিঠি লিখে তাঁর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:১১
Share:

দেশের মুখ্য ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) পদে নিয়োগ করা হল কে ভি চৌধুরিকে। তিনি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের প্রাক্তন অধিকর্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খড়্গের সিদ্ধান্তে হলেও এ নিয়ে অন্য বিতর্ক শুরু হয়েছে। বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানী এর বিরোধিতা করে মোদীকে চিঠি লিখে তাঁর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন। এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে চলেছেন জেঠমলানী। দেশের নতুন মুখ্য তথ্য কমিশনার (সিআইসি) নিয়োগ করা হয়েছে বিজয় শর্মাকে। এ ছাড়া, ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান টি এম ভাসিন ভিজিল্যান্স কমিশনার হয়েছেন। সিভিসি, সিআইসির পদগুলি প্রায় নয় মাস ধরে ফাঁকা পড়ে ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement