Dalai Lama

নেহরু-জিন্না মন্তব্যে ক্ষমা চাইলেন দলাই লামা

দলাই লামা ক্ষমা চাইলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ১৫:২০
Share:

দলাই লামা। ছবি: পিটিআই।

ক্ষমা চাইলেন দলাই লামা।

Advertisement

মহাত্মা গাঁধী ও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিব্বতী ধর্মগুরু। বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘মহাত্মা গাঁধী চাইতেন, মহম্মদ আলি জিন্না প্রধানমন্ত্রী হোন, কিন্তু জওহরলাল নেহরুই নাকি তা হতে দেননি। তাই দেশভাগ আটকানো সম্ভব হয়নি।’’

ধর্মগুরুর এহেন বক্তব্যের পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বেশ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল এই জাতীয় মন্তব্যের বিরোধিতা করে।

Advertisement

শুক্রবার বেঙ্গালুরুর রেস কোর্স রোডের তাজ ওয়েস্ট এন্ড হোটেলের একটি অনুষ্ঠানে এসে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন দলাই লামা।তিনি বলেন, যদি নেহরু বা জিন্নাকে নিয়ে তাঁর মন্তব্যের কারণে কারও আঘাত লেগে থাকে। তাহলে তিনি অত্যন্ত দুঃখিত।

গোয়ার পানজিম থেকে ৪০ কিলোমিটার দূরে শঙ্খলিম শহরে ‘গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’-এর একটি অনুষ্ঠানে বুধবার এক ছাত্রের প্রশ্নের জবাবে দলাই বলেন, ‘‘পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন খুবই আত্মকেন্দ্রিক মানসিকতার মানুষ। উনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে। মহাত্মা গাঁধীর ইচ্ছা পূর্ণ হলে হয়তো ভারত ভূখণ্ড ভেঙে দু’টি রাষ্ট্রের জন্ম হত না।’’

ধর্মগুরুর এই মন্তব্যের পর কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি টুইট করেন, নেহরু যে আত্মকেন্দ্রিক ছিলেন, ধর্মগুরুর এই মন্তব্য একেবারেই ভুল। তিনি লিখেছেন, জিন্না ব্যক্তিগত কারণে গাঁধীজির সিদ্ধান্তে সহমত হননি। শুধু নেহরুই নন। কংগ্রেসের কর্মসমিতির অনেক সদস্যই গাঁধীর সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি।

আরও পড়ুন: টানা বর্ষণে বানভাসি কেরল, মৃত বেড়ে ২৬

আরও পড়ুন: কাঁওয়ার যাত্রার জন্য পুলিশের ‘লাল কার্ড’, উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ল ৭০ মুসলিম পরিবার

ওই দিন ছাত্রের প্রশ্নের উত্তরে দলাই বলেন, ‘‘পণ্ডিত নেহরু খুব জ্ঞানী মানুষ। মানুষের ভুল তো হয়ই। এ ক্ষেত্রেও তাই হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন