এ বার দলিত নিগ্রহ বিহারে

গুজরাতের পর দলিত নিগ্রহের ঘটনা ঘটল বিহারে। বৃহস্পতিবার রাতে বিহারের মুজফ্‌ফরপুর জেলার বাবুরাম গ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই দলিত যুবককে মারধরের অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০৩:১০
Share:

গুজরাতের পর দলিত নিগ্রহের ঘটনা ঘটল বিহারে। বৃহস্পতিবার রাতে বিহারের মুজফ্‌ফরপুর জেলার বাবুরাম গ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই দলিত যুবককে মারধরের অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। এক দলিতের মুখে প্রস্রাব করা হয়েছে বলেও অভিযোগ। নিগৃহীতদের নাম রাজীব কুমার পাসোয়ান এবং মুন্না পাসোয়ান। দুই বন্ধু মাঠিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় রাজীবের মা ১১ জনের বিরুদ্ধে পারো থানায় এফআইআর দায়ের করেছেন বলে শনিবার জানিয়েছেন এক পুলিশ কর্তা। তাঁর অভিযোগ মারধরের পাশাপাশি রাজীবের মুখে প্রস্রাব করা হয়েছে। ১১ জন অভিযুক্তের মধ্যে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী মুকেশ ঠাকুরও রয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে মুকেশ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তও দাবি করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনা ঘটলেও প্রস্রাব করার অভিযোগ সত্যি নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement