অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবকের সঙ্গে গত সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন লোয়ার হাফলঙের জয়ানন কেম্প্রাই (৩৮)। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হাফলঙ-জোয়াই সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। মাথায় আঘাতের চিহ্ন ছিল। তদন্তে অনুমান, জয়াননকে খুন করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
উধারবন্দের ভাষাশহিদ মিনার। স্বপন রায়ের তোলা ছবি।