চেন্নাইয়ে প্রধানমন্ত্রী,প্রলেপ অস্ত্র প্রদর্শনীর

দু’বছর অন্তর প্রতিরক্ষা মন্ত্রক ‘ডিফেন্স এক্সপো’-র আয়োজন করে। দেশি-বিদেশি যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলি তাতে যোগ দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০৪:৪৫
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

কাবেরীর জল নিয়ে তাঁর বিরুদ্ধে গোটা তামিলনাড়ু জুড়ে ক্ষোভ। অর্থ কমিশনের মাধ্যমেও তামিলনাড়ু বঞ্চিত হবে বলে আশঙ্কা ছড়িয়েছে। শাসক দল এডিএমকে-র নেতা-মন্ত্রী অনশনে বসেছেন। বিরোধী দল ডিএমকে কালো পতাকা দেখানোর জন্য তৈরি। এই পরিস্থিতিতে যুদ্ধাস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী নিয়ে চেন্নাই চললেন নরেন্দ্র মোদী।

Advertisement

দু’বছর অন্তর প্রতিরক্ষা মন্ত্রক ‘ডিফেন্স এক্সপো’-র আয়োজন করে। দেশি-বিদেশি যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলি তাতে যোগ দেয়। প্রতিরক্ষা খাতে লগ্নি, দেশি-বিদেশি সংস্থাগুলির যৌথ উদ্যোগের সুযোগও তৈরি হয়।

এতদিন দিল্লিতেই এই প্রদর্শনী হত। দু’বছর আগে তা গোয়ায় হয়। তার পিছনে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের উৎসাহ ছিল। এবার চেন্নাইয়ে প্রদর্শনীর পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য তথা তামিলনাড়ুর ক্ষোভে প্রলেপে দেওয়ার চেষ্টা দেখছেন রাজনীতিকরা। বিশেষ করে নরেন্দ্র মোদী নিজেই যেভাবে ১২ এপ্রিল ‘মেক ইন ইন্ডিয়া’ প্যাভিলিয়ন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন, তাতে সেই ধারণা আরও জোরদার হয়েছে। প্রধানমন্ত্রীর চেন্নাই সফরের আগের দিন, ১১ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। এ বছর দিল্লি থেকে প্রতিরক্ষা প্রদর্শনী চেন্নাইয়ে সরানো নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রকের সচিব (উৎপাদন) অজয় কুমারের যুক্তি, চেন্নাই সুন্দর শহর। ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট। তাছাড়া, সবই দিল্লিতে হওয়ার দরকার নেই।

Advertisement

সূত্রের খবর, চেন্নাই যাওয়ার আগে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মোদী। কাবেরী জলবণ্টন নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ কতটা নিয়ন্ত্রণে রয়েছে, তার খোঁজখবর রাখছে তাঁর সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন