Dehradun Bribe

দেহরাদূনে ‘ঘুষের টাকা’ চিবিয়ে গিলে ফেললেন সরকারি কর্মী! কত টাকা গেল পেটে?

বাসস্থানের সরকারি শংসাপত্র তৈরি করে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিলেন অভিযুক্ত। রীতিমতো ফাঁদ পেতে তাঁকে হাতেনাতে ধরা হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৩:৩৬
Share:

ঘুষের টাকা গিলে ফেলার অভিযোগ দেহরাদূনের সরকারি কর্মচারীর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরাখণ্ডের দেহরাদূনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন সরকারি কর্মচারী। শুধু তা-ই নয়, উপরমহলের আধিকারিকদের আসতে দেখে ঘুষের টাকা চিবিয়ে গিলেই ফেলেন তিনি! তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

দেহরাদূনের কলসি এলাকায় পাটোয়ারি হিসাবে কর্মরত অভিযুক্ত। তাঁর নাম গুলাম হায়দার। ঘুষ নেওয়ার সময়ে তাঁকে হাতেনাতে ধরেছেন রাজ্য ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। রীতিমতো ফাঁদ পাতা হয়েছিল তাঁকে ধরার জন্য। অভিযোগ, ধরা পড়ার পর প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টায় পর পর চারটি ৫০০ টাকার নোট গিলে ফেলেন ওই ব্যক্তি। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গুলামের নামে স্থানীয় এক ব্যক্তি ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছিলেন। সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেই বিষয়ে। অভিযোগ, বাসস্থানের দু’টি সরকারি শংসাপত্র তৈরি করে দেওয়ার জন্য দু’হাজার টাকা ঘুষ চেয়েছিলেন গুলাম। এর পরেই ফাঁদ পাতা হয়। অভিযোগকারীকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে গুলামের কাছে যেতে বলা হয়। সেখানে আগে থেকেই নজরদারি বিভাগের কর্তারা অপেক্ষা করেছিলেন। চারটি ৫০০ টাকার নোট গুলাম হাতে নিতেই তাঁকে ধরে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধরা পড়ে গিয়ে সম্পূর্ণ টাকাটাই মুখে পুরে ফেলেন তিনি। চিবিয়ে চিবিয়ে গিলেও ফেলেন। ঘুষ নেওয়া, প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement