Engineer Rashid

প্যারোলে মুক্তির আবেদন খারিজ, সন্ত্রাসে অভিযুক্ত সাংসদ রশিদ কি যোগ দিতে পারবেন অধিবেশনে?

গত বছর বারামুলা লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে দু’লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন ইঞ্জিনিয়ার রশিদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২২
Share:

ইঞ্জিনিয়ার রশিদ। —ফাইল ছবি।

লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তিহাড় জেলে বন্দি জম্মু ও কাশ্মীরের নির্দল সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের প্যারোলে মুক্তির আবেদন সোমবার খারিজ করে দিলেন দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক চন্দরজিৎ সিংহ।

Advertisement

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব সোমবার থেকেই শুরু হয়েছে। শেষ হবে আগামী ৪ এপ্রিল। এই পরিস্থিতিতে অধিবেশনে যোগদানের জন্য অনুমতি চেয়ে রশিদ দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন বলে প্রকাশিত একটি খবরে দাবি। এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বে যোগদানের জন্য গত ফেব্রুয়ারিতে তাঁর প্যারোলের আবেদন দিল্লি হাই কোর্ট মঞ্জুর করেছিল।

২০১৯ সাল থেকে এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন রশিদ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। জেলবন্দি অবস্থাতেই গত বছর বারামুলা লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী তথা জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে দু’লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন ইঞ্জিনিয়ার রশিদ। মুখ্যমন্ত্রী ওমরের দল ন্যাশনাল কনফারেন্স এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিডি আগেই অভিযোগ তুলেছে, বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন রশিদ। তাই সাত মাসের মধ্যে তিন বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement